নড়াইলে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর হাকিম মোল্যা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। জেলার রঘুনাথপুরে সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। হাকিম সদর উপজেলার বড়গাতি গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। নিহতের ভাই আকরাম মোল্যা জানান, গত বুধবার রাত ১০টার দিকে স্থানীয় শিংগাশোলপুর বাজারে অবস্থান করছিল হাকিম। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে তিনি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ঝাঁপ দেন। তীব্র স্রোত থাকায় আর তীরে আসতে পারেননি। স্থানীয় ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
গতকাল সকাল ১০টার দিকে রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা হাকিমের লাশ দেখে পরিবারকে জানায়।