গাইবান্ধার সাদুল্যাপুরে ৮৫ বোতল ফেনসিডিলসহ বাদশা মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার রাতে সাদুল্যাপুরের হামিন্দপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বাদশা মিয়া লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মৌজাসাকাতি এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।