বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাজলা ও চালুয়াবাড়ী ইউনিয়নবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম। পরে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মানিকদাইড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা চালুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিজানুর রহমান পলাশ, সেলিম খান, সৈকত আলী, এলাকাবাসীর মধ্যে সাবেক ইউপির সদস্য হাসান আলী, সাইফান রহমান, দুর্জয় আহমেদ স্বপন, সাইফুল ইসলাম বুলবুল, মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।