কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে পুলিশ সদস্যসহ দুজন আটক হয়েছেন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৫ হাজার পিস ইয়াবা। শনিবার রাতে সদর উপজেলার ঝিলংজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা নেতৃত্ব দেন। আটকরা হলেন- জাহাঙ্গীর আলম ও শামসুল আলম। জাহাঙ্গীর ঢাকা জেলা আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল এবং শামসুল সিএনজি চালক।