নোয়াখালীর সদর উপজেলা থেকে মুর্শিদা বেগম (৫২) নামে এক নারীর গলা কাটা লাশ গতকাল সকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শনিবার দিবাগত রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বাচ্চু মিয়া। সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে মুর্শিদা বেগমকে গলা কেটে হত্যা করেছে স্বামী বাচ্চু মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, বাচ্চু মিয়া ও তার স্ত্রী মুর্শিদা বেগম এক সঙ্গে বসবাস করতেন। তাদের চার ছেলে রয়েছে। তবে তারা কেউ বাড়িতে থাকে না।