আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়ার থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
আহত ইন্টারনেট সার্ভিসের কর্মচারী মো. মাজেদুল ইসলাম (১৮) ও জয়কে (১৯) সাভার এনামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল আশুলিয়ার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আশুলিয়ার জামগড়া এলাকার ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থাপক বকুল ভূঁইয়া। এর আগে, শুক্রবার বিকালে সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়ায় সরকারি প্রাইমারি স্কুলের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর বলেন, শুক্রবার দুই ছেলে ছুরিঘাত করার ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে পরে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।