চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া রংপুর, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও পাঁচজন। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্রি পোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন নগরীর সদরঘাট এলাকার মোকতার (২৮) ও রুবেল (৩৬)। ইপিজেড থানার ওসি আখতারউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে এক্সপ্রেসওয়ের ফ্রি পোর্টের ওপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতিতে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর : পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন কুমার দে (৪০) নিহত হয়েছেন। গতকাল দুপুরে রংপুর থেকে পীরগঞ্জে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। রতন রংপুর মহানগরীর উত্তম হা?জির হাট পূর্বপাড়ার বাসিন্দা। বগুড়া : শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল একই ইউনিয়নের রাজাপুর গ্রামের নওশের আলীর ছেলে। লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার কালভৈরব বাজারের তেঁতুলতলা আঞ্চলিক সড়কে শুক্রবার রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ফিরোজ হোসেন ওরফে জিহাদ বাবু (৫৫) উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যকাদমা গ্রামের বাসিন্দা। মৌলভীবাজার : কমলগঞ্জে গতকাল অটোরিকশা ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হামদান সোহান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শরীয়তপুর : সখিপুরে গতকাল মাদরাসা থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় হুমায়রা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় ট্রাকচাপায় শফিক মিয়া (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক ফতেকান্দী এলাকার বাসিন্দা।