টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- সাবরাং মাঝের পাড়ার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহম্মদ (২১) ও মোছা আকবরের ছেলে আবুল হোসন (৫৫)। বিষয়টি গতকাল নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
তিনি জানান, গোপন খবরে মঙ্গলবার রাতে মাঝেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হন দুজন। তাদের কাছে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।