কমিটি গঠনের এক মাস পেরিয়ে গেলেও গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়নি। কমিটির আহ্বায়ক সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, শিগগিরই তদন্ত কাজ শুরু করা হবে। লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগবাণিজ্যের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ ডিসেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন গতকাল মুঠোফোনে বলেন, এ সপ্তাহেই তদন্ত কমিটি কাজ শুরু করবে। অফিশিয়াল ব্যস্ততার কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি।