বরগুনার তালতলী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরি মেরে ও পিটিয়ে হত্যা করা হয়েছে দুই যুবককে। এ ছাড়া কুষ্টিয়া ও নেত্রকোনায় উদ্ধার করা হয়েছে দুজনের লাশ।
বরগুনা : তালতলীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক আরাফাত খান ইমনকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুল্লাহ নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে এ ঘটনা ঘটে। আরাফাত খান বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বড় বেতুয়া নয়াপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। শহীদের বাড়ি কুমিল্লায়। তিনি ফটিকছড়ির কালাপানি এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানা গেছে। কুষ্টিয়া : খোকসায় নিখোঁজের তিন দিন পর আজাদ নামে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদর ইউনিয়নের একটি আবাসন প্রকল্প থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। লাশটি জমির সীমানা প্রাচীরের মধ্যে বালু দিয়ে চাপা দেওয়া ছিল। নিহত আজাদ শিমুলিয়া ইউনিয়নের বিলজানি চরপাড়া গ্রামের বক্কারের ছেলে। নেত্রকোনা : সদর উপজেলার মদনপুরের ইটাখলা থেকে গতকাল ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান মদনপুর পশ্চিমপাড়া জিন্নতুল ফারাসের ছেলে।