টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- আবদুল আলেকের ছেলে আয়নাল হক, মিন্নত আলীর ছেলে ফজলু, বছির উদ্দিনের ছেলে আয়নাল ও আরফান আলীর ছেলে নাসির। সবার বাড়ি সাগরদীঘি ও আশপাশের এলাকায়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, তিনটি টর্চ লাইট, দুটি স্বর্ণের আংটি, হাতুড়ি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে গতকাল চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। পিকনিক বাসে ডাকাতির এ ঘটনা ঘটে গত মঙ্গলবার দিবাগত রাতে।