ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে ইউএনও এবং ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার চাঁনমনি পাড়া গ্রামে বুধবার রাতে এ সংঘর্ষ হয়। আহতরা সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় চাঁনমনি পাড়ার হেলাল মিয়ার স্ত্রী হালেমা তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন মোগলটুলা গ্রামের তৌহিদুল ইসলাম তার দিকে তাকান। হালেমা বিষয়টি ভালোভাবে নেননি। তিনি তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ান। হালেমার ছেলে এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তারও ঝগড়া হয়। এর জেরে রাতে তৌহিদুল লোকজন নিয়ে চাঁনমনি পাড়া গ্রামে সাইফুলের বাড়িতে হামলা চালায়। তখন দুই পক্ষের সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউএনও এবং সরাইল থানার ওসিসহ ২০ জন আহত হন।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, দুই মাস আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে চাঁনমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের সংঘর্ষ হয়। তখন থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় তারা আবার সংঘর্ষে জড়ান। এর সঠিক কারণ জানা যায়নি।
জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।