বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। গতকাল মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে সেলিমাবাদ ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বক্তৃতা করেন এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, রাহাতুল ইসলাম বীরসহ অন্যরা।