চাঁদপুরের মেঘনা নদীতে দুই দিন ধরে মরে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। নদীর তীরের এলাকায় ছড়িয়ে পড়ছে পচা মাছের গন্ধ। মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে দশানী পর্যন্ত মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মরা মাছ দেখা গেছে। দুশ্চিন্তায় পড়েছেন মেঘনা পাড়ের জেলেরা। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, নদীর তলদেশ দিয়ে কারখানার বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানি বয়ে যাচ্ছে। এ কারণে মাছ মারা যাচ্ছে কি না তদন্ত করে দেখতে হবে। তবে মাছ মারা যাওয়ার খবর আমাকে কেউ জানায়নি। ঘটনাস্থলে গেলে বিষয়টি জানতে পারব।
মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, এটি শুধু মাছ মরার ঘটনা নয়, পরিবেশগত দুর্যোগও। শীতলক্ষ্যা থেকে আসা দূষিত পানির প্রবাহ এর আগেও এই এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। পরিবেশ আন্দোলনের সংগঠক শামীম খান বলেন, নদীকে কেন্দ্র করে হাজারো পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। দ্রুত আন্তজেলা পরিবেশ কমিশন গঠন এবং কারখানাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরিবেশের ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে শত শত জেলে ও মাছ ব্যবসায়ী। ষাটনলের জেলে পলাশ দাশ বলেন, এই নদী আমাদের জীবন। জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ এভাবে মরতে থাকলে মেঘনা নদী মাছশূন্য হয়ে পড়বে। মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আগামী কয়েক মাস নদী থেকে মাছ পাওয়া কঠিন হবে। নদীর এ অবস্থা অত্যন্ত দুঃখজনক।