ফরিদপুরে ভাইয়ের হাতে ভাই, যশোরে ছেলের হাতে মা ও দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি গ্রামে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। নিহতের নাম আবদুল কাইয়ুম (২০)। তিনি ওই এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি ঠেনঠেনিয়া বাজার এলাকার ইউনুস হাওলাদারের কাছে তার বড় ছেলে আবদুর রাহিম (২৪) বিদেশ যাওয়ার জন্য ৫ লাখ টাকা চান। এ নিয়ে রাহিমের সঙ্গে তার ছোট ভাই কাইয়ুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুমের পেটে ছুরিকাঘাত করে রাহিম। কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাইয়ুমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যশোর : শহরের মণিহার সিনেমা হলের সামনে ফলপট্টির একটি বাড়ি থেকে সুলতানা খালেদা সিদ্দিকা রুমী (৬২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে নিহতের পালিত ছেলে শেখ শামসকে আটক করা হয়েছে। নিহত রুমী ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী। পুলিশ জানান, পুলিশ গতকাল ওই বাড়ির দোতলার ঘরের ভেতর থেকে খালেদা সিদ্দিকার রক্তাক্ত লাশ উদ্ধার করে। পাশেই একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ অভিযুক্ত জামাইকে আটক করে। দিনাজপুর : বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হয়েছেন। উপজেলার চাউলিয়া রামপাড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত বাহা বেসরা (৫৫) ওই এলাকার বুদরা হাসদার স্ত্রী। আহত মিনি হাসদা এবং বিকাশ কিস্কুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সামিয়েল মার্ডির সঙ্গে তার স্ত্রী মিনি হাসদার কলহ চলছিল। এক মাস আসে মিনি হাসদা বাবার বাড়ি চলে আসেন। এতে আরও ক্ষুব্ধ হন সামিয়েল। শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান তিনি। ঘটনাস্থলেই বাহা বেসরা মারা যান। স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।