চিলুয়া। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি ছোটখাটো। তবে শতাধিক জাম গাছের জন্য এর সুনাম ছড়িয়ে পড়েছে পাশের উপজেলাসহ বিভিন্ন জেলায়। চিলুয়া মাদরাসার পাশের খাল পাড়ের সড়কে এই গাছগুলো লাগানো হয়েছে। রাস্তাটি চলে গেছে বুরপৃষ্ঠ বাদমতলী বাজারের দিকে। আধাকিলোমিটার এলাকাজুড়ে শুধু জাম গাছ। যিনি পাড়তে পারেন জাম তার। চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ এই ভালোবাসার বীজ বুনেছেন। স্থানীয়রা জানান, চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ ১৯৯৬ সালে গাছগুলো রোপণ করেন। ১০ বছর পর এগুলোতে ফল ধরতে শুরু করে। গ্রীষ্মকালে এখানে গাছে গাছে ভালোবাসার রং ছড়িয়ে পড়ে। আবদুর রশিদ ২০০৪ সালে মারা যান। তিনি ও তার পরিবার কেউ কখনো গাছের ফল দাবি করেননি। গ্রামবাসী ও আশপাশের মানুষ তা পেড়ে নেন। গতকাল সরেজমিন দেখা যায়, কালো জামে রঙিন হয়ে উঠেছে গাছগুলো। জামের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশের বাতাসে। কিশোর-তরুণরা দলবেঁধে গাছে উঠেছেন জাম পাড়তে। এখানে জামের মৌসুমে উৎসবের হাট বসে। এ ছাড়া এখানে ভোর বেলায় জাম সংগ্রহের জন্য বেশি মানুষ ভিড় করেন। পাশের বছুরিয়া গ্রামের আরমান হোসেন বলেন, এখানে গাছের ছায়ায় ভালো সময় কাটে। এই গ্রামের লোকজন জাম পাড়তে বাধা দেন না। গাছ লাগানো মৌলভি আবদুর রশিদের নাতি ড. আমিমুল এহসান বলেন, তার দাদা সব সময় গাছ লাগাতে পছন্দ করতেন। তিনি মনে করতেন গাছ লাগালে মানুষ ও পাখি সবাই উপকৃত হবে। দাদার পথ অনুসরণ করে আমরাও কাউকে জাম নিতে বাধা দেই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, মৌলভি আবদুর রশিদরা এই সমাজের আলোকিত চরিত্র। এদের মতো মানুষের সংখ্যা বাড়লে সমাজ আরও এগিয়ে যাবে। তার মতো আরও মানুষ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি।
শিরোনাম
- কলেরায় মৃত্যুর উচ্চ ঝুঁকিতে আফ্রিকার ৮০ হাজার শিশু: ইউনিসেফ
- জুলাই বিপ্লব কেবল ঘটনা প্রবাহ নয়, দায়িত্ববোধের জাগরণ : আইজিপি
- কিশোরী ধর্ষণে যুবকের যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণের নির্দেশ
- ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল
- জাতীয় বক্সিংয়ে দেশসেরা জিনাত, আফরার লড়াই প্রশংসিত
- পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত কমিশনের, আলোচনায় উত্তেজনা
- সারাদেশে পলিথিন ও শব্দ দূষণ রোধে অভিযান, জরিমানা আদায়
- ন্যায়বিচার ও আইনের শাসনকে প্রতিষ্ঠা না করলে গণতন্ত্র টিকবে না: সরোয়ার
- ইসরায়েল কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে: জার্মানি
- তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান
- নাটোরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা উদ্ধার
- সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে : সালাহউদ্দিন
- প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর
- আগামী নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান
- অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প
- সিংড়ায় ৬০ পিস ইয়াবাসহ আটক ১
- পাইলটকে পুড়িয়ে হত্যায় সুইডিশ নাগরিকের যাবজ্জীবন
- সিংড়ায় ৩৯ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
- উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
সড়কজুড়ে শুধু জাম গাছ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর