চিলুয়া। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি ছোটখাটো। তবে শতাধিক জাম গাছের জন্য এর সুনাম ছড়িয়ে পড়েছে পাশের উপজেলাসহ বিভিন্ন জেলায়। চিলুয়া মাদরাসার পাশের খাল পাড়ের সড়কে এই গাছগুলো লাগানো হয়েছে। রাস্তাটি চলে গেছে বুরপৃষ্ঠ বাদমতলী বাজারের দিকে। আধাকিলোমিটার এলাকাজুড়ে শুধু জাম গাছ। যিনি পাড়তে পারেন জাম তার। চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ এই ভালোবাসার বীজ বুনেছেন। স্থানীয়রা জানান, চিলুয়া গ্রামের মৌলভি আবদুর রশিদ ১৯৯৬ সালে গাছগুলো রোপণ করেন। ১০ বছর পর এগুলোতে ফল ধরতে শুরু করে। গ্রীষ্মকালে এখানে গাছে গাছে ভালোবাসার রং ছড়িয়ে পড়ে। আবদুর রশিদ ২০০৪ সালে মারা যান। তিনি ও তার পরিবার কেউ কখনো গাছের ফল দাবি করেননি। গ্রামবাসী ও আশপাশের মানুষ তা পেড়ে নেন। গতকাল সরেজমিন দেখা যায়, কালো জামে রঙিন হয়ে উঠেছে গাছগুলো। জামের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশের বাতাসে। কিশোর-তরুণরা দলবেঁধে গাছে উঠেছেন জাম পাড়তে। এখানে জামের মৌসুমে উৎসবের হাট বসে। এ ছাড়া এখানে ভোর বেলায় জাম সংগ্রহের জন্য বেশি মানুষ ভিড় করেন। পাশের বছুরিয়া গ্রামের আরমান হোসেন বলেন, এখানে গাছের ছায়ায় ভালো সময় কাটে। এই গ্রামের লোকজন জাম পাড়তে বাধা দেন না। গাছ লাগানো মৌলভি আবদুর রশিদের নাতি ড. আমিমুল এহসান বলেন, তার দাদা সব সময় গাছ লাগাতে পছন্দ করতেন। তিনি মনে করতেন গাছ লাগালে মানুষ ও পাখি সবাই উপকৃত হবে। দাদার পথ অনুসরণ করে আমরাও কাউকে জাম নিতে বাধা দেই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, মৌলভি আবদুর রশিদরা এই সমাজের আলোকিত চরিত্র। এদের মতো মানুষের সংখ্যা বাড়লে সমাজ আরও এগিয়ে যাবে। তার মতো আরও মানুষ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল