পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকের দাবি ইউক্যালিপটাস কেটে পরিবেশবান্ধব গাছ লাগানোর। পঞ্চগড়ের বিভিন্ন বাগান, সড়ক ও বাড়ির আঙিনায় চোখে পড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস, আকাশমণি। এ গাছ প্রতিনিয়ত সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। অল্প দিনে বড় হয় এবং কাঠের দাম ভালো পাওয়ায় এখনো ক্ষতিকর এ গাছ রোপণ করছেন অনেকে। পরিবেশবিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক ইউক্যালিপটাস গাছ। মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। একটি ইউক্যালিপটাস আশপাশের প্রায় ১০ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট পানি শোষণ করে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছাড়ে। এ প্রক্রিয়া ২৪ ঘণ্টাই চলতে থাকে। দ্রুত মাটিতে পানিশূন্যতা দেখা দেয়। আশপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। মাটির উর্বরাশক্তি কমে। এমনকি এ গাছ কেটে ফেললেও মাটির স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। পরিবেশবিজ্ঞানীরা আরও জানান, ইউক্যালিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকায় এ গাছের নিচে ছোট গাছ বাড়তে পারে না। মারা যায় পোকামাকড়। প্রাণপ্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা ‘কারিগর’-এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘পঞ্চগড় জেলায় ১ কোটির বেশি ইউক্যালিপটাস গাছ রয়েছে। জীববৈচিত্র্য, কৃষি এবং পরিবেশের জন্য এ গাছগুলো হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ বাপা পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল ইসলাম কায়ের বলেন, ‘অনেক আগেই এ গাছ সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও সরকার এ গাছ নিষিদ্ধ করেছে।’ পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেবেন। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ নতুন করে না লাগানোর চিঠি পেলেও এগুলো কেটে ফেলার নির্দেশনা পাওয়া যায়নি। ক্ষতিকর এ গাছ নির্দেশনা পেলে কাটার উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে লাগানো হবে পরিবেশবান্ধব অন্য প্রজাতির গাছ।
শিরোনাম
- ফেসবুকে ব্যক্তিগত তথ্য চুরি: জাকারবার্গের চুপিসারে নিষ্পত্তি
- কুষ্টিয়ায় গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন
- কনসার্টে সিইও-র সাথে এইচআর প্রধানের ‘পরকীয়া’! ভাইরাল ভিডিও স্ত্রীর হাতে
- আমাদের খাবার পানিতে কি ভাগ বসাচ্ছে এআই?
- নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, পুড়লো ৩০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
- জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবসে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
নিষিদ্ধ গাছে হুমকিতে জীববৈচিত্র্য
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর