পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকের দাবি ইউক্যালিপটাস কেটে পরিবেশবান্ধব গাছ লাগানোর। পঞ্চগড়ের বিভিন্ন বাগান, সড়ক ও বাড়ির আঙিনায় চোখে পড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস, আকাশমণি। এ গাছ প্রতিনিয়ত সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। অল্প দিনে বড় হয় এবং কাঠের দাম ভালো পাওয়ায় এখনো ক্ষতিকর এ গাছ রোপণ করছেন অনেকে। পরিবেশবিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক ইউক্যালিপটাস গাছ। মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। একটি ইউক্যালিপটাস আশপাশের প্রায় ১০ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট পানি শোষণ করে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছাড়ে। এ প্রক্রিয়া ২৪ ঘণ্টাই চলতে থাকে। দ্রুত মাটিতে পানিশূন্যতা দেখা দেয়। আশপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। মাটির উর্বরাশক্তি কমে। এমনকি এ গাছ কেটে ফেললেও মাটির স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। পরিবেশবিজ্ঞানীরা আরও জানান, ইউক্যালিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকায় এ গাছের নিচে ছোট গাছ বাড়তে পারে না। মারা যায় পোকামাকড়। প্রাণপ্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা ‘কারিগর’-এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘পঞ্চগড় জেলায় ১ কোটির বেশি ইউক্যালিপটাস গাছ রয়েছে। জীববৈচিত্র্য, কৃষি এবং পরিবেশের জন্য এ গাছগুলো হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ বাপা পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল ইসলাম কায়ের বলেন, ‘অনেক আগেই এ গাছ সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও সরকার এ গাছ নিষিদ্ধ করেছে।’ পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেবেন। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ নতুন করে না লাগানোর চিঠি পেলেও এগুলো কেটে ফেলার নির্দেশনা পাওয়া যায়নি। ক্ষতিকর এ গাছ নির্দেশনা পেলে কাটার উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে লাগানো হবে পরিবেশবান্ধব অন্য প্রজাতির গাছ।
শিরোনাম
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
- 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ'
- রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত, মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি
- আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার
- তিন স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত করলো সরকার
- ‘পছন্দের নারী’র কাছে যেতে মৃত্যুর নাটক, অতঃপর…
- গফরগাঁওয়ে মাছ শিকার করতে গিয়ে যুবকের মৃত্যু
- ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পুনঃনির্ধারণ
- ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
- কিয়েভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের মিশন
- আখাউড়ায় পুলিশের মামলায় দুই সাংবাদিকের জামিন
- নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন
- রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি: এ্যানি
- আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইট-পাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার (ভিডিও)
- মহারাষ্ট্রে ভবনের একাংশ ধসে নিহত ১৭
- কেন মহাকাশে পাঠানো হলো নাইজেরিয়ার শস্যদানা ‘এগুসি’?
- লালন শাহের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা
- মার্কিন শুল্কের প্রভাবে মন্থর গতিতে সুইস অর্থনীতি
- বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: তিন শিক্ষকের অপসারণ দাবি
- কাপ্তাইয়ে পাহাড়ি এলাকায় দেখা মিললো বিরল গোলবাহার অজগরের
নিষিদ্ধ গাছে হুমকিতে জীববৈচিত্র্য
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর