পাটগ্রাম উপজেলায় থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমে ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদী থেকে দেদার তোলা হচ্ছে বালু ও পাথর। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। নদীতীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্কও বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পাথর ও বালু লুটকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন অভিযান চালানোর আগেই তারা জানতে পারেন। ফলে আগেই মেশিন সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। পাটগ্রাম পৌরসভার বেংকান্দার মজিবর রহমান বলেন, বোমা মেশিনে বিকট শব্দ হয়। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এ ছাড়া মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মেদ বলেন, পাটগ্রামে ২০০ থেকে ২৫০টি বোমা মেশিন চলছে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব। গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম দুলাল বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো চলছে বালু-পাথর উত্তোলন। অভিযান পরিচালনার আগেই সংবাদ পেয়ে বালু দস্যুরা মেশিন সরিয়ে ফেলে। অধরাই থেকে যাচ্ছে বালু ও পাথর দস্যুরা। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, একটি মহল রাতের আঁধারে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে পাটগ্রামে বোমা মেশিন বন্ধ আছে। ইউএনও জিল্লুর রহমান বলেন, বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আঁধারে কেউ তোলার চেষ্টা করলে আমরা অভিযান পরিচালনা করব।
শিরোনাম
- বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ চেনার উপায় কী
- দুই পরিবারের মজার ঘটনা নিয়ে ধারাবাহিক ‘গিট্টু’
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল
- মালয়েশিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন
- বর্ণবাদ রুখতে কঠিন শাস্তির পক্ষে রুনি
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান শুরু
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- ইরান থেকে বিতাড়িত হয়ে ফিরছিলেন, পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৭১ আফগানির
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চিকিৎসা শেষে দেশে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে
- কক্সবাজারে র্যাবের অভিযানে দুই ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার
- টেকনাফে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক
- ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষি ও জেলেদের সাথে মতবিনিময়
- রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
- যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত
লালমনিরহাটের পাটগ্রাম
বোমা মেশিনের তাণ্ডব চলছেই
তোলা হচ্ছে পাথর বালু, বেপরোয়া লুটেরা চক্র
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর