পাটগ্রাম উপজেলায় থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমে ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদী থেকে দেদার তোলা হচ্ছে বালু ও পাথর। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। নদীতীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্কও বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পাথর ও বালু লুটকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন অভিযান চালানোর আগেই তারা জানতে পারেন। ফলে আগেই মেশিন সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। পাটগ্রাম পৌরসভার বেংকান্দার মজিবর রহমান বলেন, বোমা মেশিনে বিকট শব্দ হয়। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এ ছাড়া মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মেদ বলেন, পাটগ্রামে ২০০ থেকে ২৫০টি বোমা মেশিন চলছে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব। গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম দুলাল বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো চলছে বালু-পাথর উত্তোলন। অভিযান পরিচালনার আগেই সংবাদ পেয়ে বালু দস্যুরা মেশিন সরিয়ে ফেলে। অধরাই থেকে যাচ্ছে বালু ও পাথর দস্যুরা। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, একটি মহল রাতের আঁধারে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে পাটগ্রামে বোমা মেশিন বন্ধ আছে। ইউএনও জিল্লুর রহমান বলেন, বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আঁধারে কেউ তোলার চেষ্টা করলে আমরা অভিযান পরিচালনা করব।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
লালমনিরহাটের পাটগ্রাম
বোমা মেশিনের তাণ্ডব চলছেই
তোলা হচ্ছে পাথর বালু, বেপরোয়া লুটেরা চক্র
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর