পাটগ্রাম উপজেলায় থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমে ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদী থেকে দেদার তোলা হচ্ছে বালু ও পাথর। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। নদীতীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্কও বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পাথর ও বালু লুটকারী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন অভিযান চালানোর আগেই তারা জানতে পারেন। ফলে আগেই মেশিন সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। পাটগ্রাম পৌরসভার বেংকান্দার মজিবর রহমান বলেন, বোমা মেশিনে বিকট শব্দ হয়। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এ ছাড়া মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মেদ বলেন, পাটগ্রামে ২০০ থেকে ২৫০টি বোমা মেশিন চলছে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব। গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম দুলাল বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো চলছে বালু-পাথর উত্তোলন। অভিযান পরিচালনার আগেই সংবাদ পেয়ে বালু দস্যুরা মেশিন সরিয়ে ফেলে। অধরাই থেকে যাচ্ছে বালু ও পাথর দস্যুরা। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, একটি মহল রাতের আঁধারে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে পাটগ্রামে বোমা মেশিন বন্ধ আছে। ইউএনও জিল্লুর রহমান বলেন, বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আঁধারে কেউ তোলার চেষ্টা করলে আমরা অভিযান পরিচালনা করব।
শিরোনাম
- বগুড়ায় চুরি হওয়া গরু উদ্ধার, একজন গ্রেপ্তার
- খাগড়াছড়িতে দম্পতি হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন
- ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
- ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু
- ভাঙ্গায় কুকুরের কামড়ে আহত অন্তত ২৫ জন
- নারায়ণগঞ্জে কদমরসুল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
- জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
- আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির
- সেলফি হতে পারে বিপদের কারণ!
- হাসিনাসহ ২৩ জনের হাজিরায় পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
- ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে ‘চূড়ান্ত’
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: এবার সরাসরি স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি
- পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১২৯০
- হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই
- যুদ্ধ থামানো নিয়ে আবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ভারতের
- সেপটিক ট্যাংক থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দেবরসহ আটক ২
- হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার
- ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
লালমনিরহাটের পাটগ্রাম
বোমা মেশিনের তাণ্ডব চলছেই
তোলা হচ্ছে পাথর বালু, বেপরোয়া লুটেরা চক্র
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর