বগুড়ার ধুনটে বিএনপির করা নাশকতার মামলায় সাইদুর রহমান (৪৪) নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইদুর রহমান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সদস্য। ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ধুনট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।