গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার গঙ্গানারায়ণপুর সরকারপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এদিকে রবিবার রাতে কুড়িগ্রামের উলিপুর থেকে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার হাসপাতাল মোড়ে বগুড়াগামী এক মোটরসাইকেল আরোহী রাস্তার কুকুরকে ধাক্কা দেয়। এ সময় তার ব্যাগে থাকা গাঁজা মহাসড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গাঁজা বহনকারী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।