রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামালায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ‘মিথ্যা মামালায়’ তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে পরিবার। জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান স্বজনরা। টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ বলেন, বাবা কোনো দিন মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। আমাদের একটি ভাড়া দেওয়া ঘর থেকে ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অভিযোগে গত ১ জুলাই ভোরে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ছিল বাবাকে ফাঁসানোর ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে সাংবাদিক টুটুলের মেয়ে লামিয়া হাবিব সুরভী ও তার খালা উর্মি হাবিবা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, আহসান হাবিব টুটুলের ঘরে ২৮০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাকে ফাঁসানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টির তদন্ত চলছে। আসল ঘটনা বেরিয়ে আসবে।