মাগুরায় ভোজন গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় এ হত?্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন আবির হাসান (৩২) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় আবির হাসানের ঘর থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ভোজন গুহ ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে।
রাজবাড়ীতে কৃষক খুন : রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলায় আমজাদ খান (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গতাকল সন্ধ্যায় সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ওসি বলেন, কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয় আমজাদ খানকে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছেন।