ঠাকুরগাঁওয়ে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্মরণে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুলাই কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ডিসি পর্যটন পার্কে জেলা প্রশাসন আয়োজিত এই চিত্রাঙ্কনের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।