রোগীর ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর হাসপাতালে দায়িত্বরত মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আল মামুনসহ ১০ জনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আল মামুনকে গ্রেপ্তারের পরই শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন- বিরামপুরের মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক, সুখী খাতুন, দক্ষিণ বাসুদেবপুরের আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার খোকন মণ্ডল, শাওন হোসেন, চণ্ডিপুর গ্রামের সাদ্দাম হোসেন, ওয়াদুদ হোসেন, আলতাব হোসেন ও আহসান হাবীব। হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ৩১ জুলাই দুপুরে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে আসামিরা ডা. মশিউর রহমানকে মারধর করেন।
এ ঘটনায় হাকিমপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন মশিউর রহমান। গোপন খবরে ডিবি পুলিশের সহযোগিতায় ১০ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।