নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ আরও চারজন নিহত হন। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
নাটোর : বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট : ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় গতকাল দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার আহমেদ মোহাম্মদ সায়েম (১৪)।
চট্টগ্রাম : চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫৩) এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার সহকারীকে গণধোলাই দিয়ে ঘাতক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।