পঞ্চগড় রেজিস্ট্রি অফিস-সংলগ্ন জনবহুল এলাকায় বেঙ্গল এনার্জি এলপিজি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় শাখার আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এতে সংগঠনটির পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সহসভাপতি কাজী মকছেদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রবীণ গণমাধ্যমকর্মী ও বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, পরিবেশকর্মী ও প্রকৌশলী মানিক খান, শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পরিবেশ আইন অমান্য করে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক দ্রব্যের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে এলাকায় ফিলিং স্টেশনটি স্থাপন করা হচ্ছে তার পাশেই রয়েছে রেজিস্ট্রি অফিস। যেখানে সরকারের ভূমিসংক্রান্ত নথিপত্র সংরক্ষিত রয়েছে।