ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আমজাদ উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মণ্ডল, জামাল, রুবেল, আতিক, নিশান, তুষারসহ ১২-১৩ জন যুবক। সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায় তারা। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।