স্থায়ী ক্যাম্পাস দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৬ ঘণ্টা রেলপথ অবরোধ করে রেখেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা উল্লাপাড়া রেলস্টেশনের উত্তরপাশে এ কর্মসূচি পালন করেন। এদিকে এ অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উল্লাপাড়া স্টেশনের দুই পাশে ধুমকেতু, সিল্কসিটি ও চিলাহাটিসহ সাত-আটটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা সেতু ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তারা।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা জানান, সকাল থেকে উল্লাপাড়া স্টেশনে ট্রেন না আসায় তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। এতে তাদের চরম দুর্ভোগ ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অনেকে দুই ৩ ঘণ্টা বসে থেকে বাড়ি চলে গেছেন।
স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী ট্রেনগুলো লাহিড়ী মোহনপুর ও উত্তরগামীট্রেনগুলো জামতৈল ও সেতুর পশ্চিমপাড়সহ কয়েকটি স্টেশনে ৬ ঘণ্টা আটকে ছিল। এতে একদিকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে অন্যদিকে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে।
শিক্ষার্থীরা বলেন, নয় বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে ভাড়া ভবনে। এতে ক্লাসরুম, আবাসন, ছাত্রী হলরুম, শিক্ষার পরিবেশ, ছাত্রী নিরাপত্তা, পাঠাগার ও খেলার মাঠ সংকটসহ নানা সমস্যায় ভুগছে শিক্ষক-শিক্ষার্থীরা।
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্থায়ী ক্যাম্পাসের দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। ১৬ দিনে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ করে পথনাটক, নবীন বরন, সেমিনার এবং প্রতীকী ক্লাস পরিচালনা করেছেন। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রবিবার মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ ছিল। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।