কুমিল্লার তিতাসে চাচির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সায়মনকে (৭) পুড়িয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকেই লাশ গুমের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম বিল্লাল পাঠান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম শেফালী বেগম। তিনি নিহত সায়মনের চাচি। ২০২৩ সালের ১৯ আগস্ট বালুর মাঠের ঝোপ থেকে সায়মনের অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সায়মনের মা খোরশেদা আক্তার চাচি শেফালী বেগম এবং অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তে বিল্লাল পাঠানের নাম উঠে আসে।