মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন। তিন দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ। চরম ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের খেত। পচে যাওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিসহ মৌসুমি সবজি চাষিরা।