চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল চাঁদপুরের ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছ ঘাটে অভিযান চালান সংস্থার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় সব ইলিশ ব্যবসায়ীর কাগজপত্র যাচাই ও মৌখিকভাবে সতর্ক করা হয়। সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।