জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ, আলোচনা সভা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় গান, নাচ ও আবৃতি অনুষ্ঠিত হয়।