ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইকচালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম। অভিযুক্ত দুলাল মিয়ার বাড়ি চাপিয়া গ্রামে। জানা যায়, গতকাল দুলাল মিয়ার ইজিবাইকে বাড়ি যাওয়ার সময় তিনি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
শিশুটির মুখে বিবরণ শুনে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে সাজা দেন। এর আগেও একই অপরাধে তাকে অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।