চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে গোপালঘাটা গ্রামের মরহুম নেছারুল হকের ছেলে। শনিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো, টুআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বিএ-১০৫৭২ ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া। বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল, ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু অ্যামো, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি, একটি পয়েন্ট টুটু অস্ত্র, দুটি ব্লাঙ্ক কার্তুজ উদ্ধার করা হয়।