ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ ঘণ্টার বেশি সময় সিগন্যাল লাইন অচল থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সিগন্যাল কেবিনের নিচতলায় একটি এসি যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিস কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ জানান, বিকাল ৩টার পর পুনরায় লাইন সচল হয়। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার নূর নবী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।