গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে নাটোরের চলনবিলে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গুরুদাসপুর উপজেলার বিলশায় নৌকাবাইচ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
নৌকাবাইচ দেখতে সকাল থেকেই বিলে দূরদূরান্ত থেকে আসতে থাকেন দর্শকরা। দুপুরে কানায় কানায় ভরে ওঠে বিলের রাস্তাঘাট। অনেকে পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতে হাজির হন চলনবিল বিলশাঘাটে।
নৌকাবাইচ উৎসব দেখতে আসা ইব্রাহিম খলিল বলেন, নৌকাবাইচ উপলক্ষে বোনের বাড়িতে এসেছি। অনেক দিন পর নৌকাবাইচ দেখলাম। পরিবারের সবাই মিলে উপভোগ করছি, খুব ভালো লাগছে। এখন তো তেমন নৌকাবাইচ দেখা যায় না।