স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে নেত্রকোনার গ্রামীণ নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বারহাট্টা উপজেলার কয়েক গ্রামের নারীরা প্রতারক চক্রের খপ্পরে পড়েন। ভাড়া বাসা নিয়ে অফিস দেখালেও এক সপ্তাহেই উধাও ‘গণজাগরণ সমাজকল্যাণ সংস্থা’ নামের ওই সংগঠন। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চক্রটি খোঁজা হচ্ছে। জেলা সমাজসেবা অধিদপ্তরেও পাওয়া যায়নি এমন কোনো সংগঠনের নাম। জানা যায়, বারহাট্টার সাহতা ইউনিয়নের ছলিপুড়া গ্রামে আগস্টের প্রথম সপ্তাহে মাত্র পাঁচ দিনে এনজিও সেজে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই গ্রামের নারীদের এক বছরে মাত্র ১০ হাজার টাকা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। একজনকে সভাপতি বানিয়ে পাঁচজন করে সদস্য করে সমিতির বই কারায় প্রক্যেকে ভিন্ন পরিমাণের টাকাও দেন। এক সপ্তাহেই বই দিয়ে টাকা তুলে উধাও হন চক্রের দুজন। ঠাকুরাকোনা বাজার এলাকায় ভাড়া নেওয়া অফিসটিও উধাও হয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী বাইশদার, কদমদেওলি, বাউসি ও ঠাকুরাকোনাসহ কিছু এলাকায় এমন ঘটনার খবর পাওয়া যায়। সরেজমিন ঘুরে সমিতির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ। জেলা সমাজসেবার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, সমাজসেবার আওতায় নেত্রকোনায় ৭০০-এর মতো সংগঠন রয়েছে। এরমধ্যে ‘গণজাগরণ সমাজকল্যাণ সংস্থা’ নামে কোনো সংগঠন নেই। সমাজসেবার নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের সুর বদল
- ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল পেন্টাগন
- ইউক্রেনে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে: ট্রাম্প
- পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
নারীদের লাখ লাখ টাকা হাতিয়ে নিল চক্র
স্বল্প সুদে ঋণের প্রলোভন
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর