পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলশিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। গতকাল উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালেয় সব শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। বক্তব্য রাখে শিক্ষার্থী আয়শা, হিমা, রাসেল ও সজীব। পরে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ৩০ জুন লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়।