বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ হিন্দু নারীদের শাড়ি উপহার দেওয়া হয়েছে। গতকাল উল্লাপাড়া ঝিকিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মো. আজাদ হোসেন ৫০০ নারীকে শাড়ি উপহার দেন। গোলাম মোস্তফা, নিক্সন কুমার আমিন, আরিফুল আরিফ, আল-আমিন, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।