ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানার একদল পুলিশ বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে ৯ লাখ ৬ হাজার ৭৩০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।