লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় ইউনুস আলী লাভলু নামে উপজেলা যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার আমতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাভলু একই উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে দুষ্কৃতকারীরা পাটগ্রাম থানা অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার দুই দিন পর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৪ জুলাই হাতীবান্ধা থানায় বিএনপির ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার ২নং আসামি হাতীবান্ধা উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলু। ওসি মাহমুদুন্নবী বলেন, ‘থানা অবরুদ্ধ করার মামলায় ইউনুস আলী লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে।’ তাকে আদালতে পাঠানো হয়েছে।’