কুড়িগ্রামের রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ নুর আলম (৩৬) নামে এক মাদক কারবারিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি বজলার রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার আরিফ আহাম্মদ ইমরানের বাড়ি থেকে ১৮ বোতল ভারতীয় মদসহ উদ্ধার করেছে পুলিশ। ওসি আনোয়ার জাহিদ বলেন, ইমরান ও সৈকতকে গ্রেপ্তারে অভিযান চলছে।