সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ করেছে বিএনপি। গতকাল সকালে পোরশার তাঁতিপাড়া মোড়ে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ১১টি ক্লাবের খেলোয়াড়দের এসব দেওয়া হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম এর আয়োজন করেন। এ সময় বিএনপি নেতা শামসুদ্দীন, ইছাহক আলীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল শক্তি হলো তরুণ প্রজন্ম। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের এই যুবসমাজের হাত ধরে। আমরা চাই তরুণরা যেন খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেদের গড়ে তোলে।’