রংপুর নগরীর তাজহাট থানা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. সামির হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সামির নীলফামারীর সৈয়দপুর থানার বাঁশবাড়ির আবদুর রহিমের ছেলে। র্যাব জানায়, সামির হোসেন ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ধর্ষণ করে।