গাইবান্ধা সদর উপজেলায় ১৯ কেজি গাঁজাসহ বাবুল আহমেদ (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। বাবুল বগুড়ার মৃত আবদুল হামিদের ছেলে। গতকাল দুপুরে অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাঁজাসহ জব্দকৃত আলামতের মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা।