জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সাত কেজি গাঁজাসহ ভাইবোন আটক হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার সুলতানপুর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আখাউড়ার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়ার কবির হোসেন (২৮) ও তার বড় বোন আরিফা আক্তার (৩০)। গতকাল পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গাঁজাসহ আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।