চাঁদপুর সদরের বাগাদিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধাকৃষ্ণ সেলুন, রাশেদ কম্পিউটার, তানমুল ইসলাম মোবাইল সার্ভিসিং দোকান, সাকিব কম্পিউটার ও স্টেশনারি দোকান। সব দোকানই টিনের তৈরি। সিনিয়র স্টেশন অফিসার ছানোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিস সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।