জেলার বিভিন্ন এলাকায় অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে ও ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এসব কলা এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে হচ্ছে। কৃষকরা বলছেন, সার সংকট ও অতিরিক্ত বৃষ্টির কারণে কলা অপুষ্ট অবস্থায় পেকে যাচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা পেকে যাচ্ছে। ফলে যে কলা একসময় মেহেরপুরের কৃষকের মুখে হাসি ফোটাত, তা এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে বিপাকে পড়েছেন শতশত চাষি ও ব্যাপারী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩ হাজার ৯০০ হেক্টর জমিতে কলা আবাদ হয়েছে। জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরেই কলার অবদান। এখানকার কলা সারা বছর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু এবার অজানা রোগে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। ফেটেও যাচ্ছে। এতে এ ফসল মাঠেই নষ্ট হচ্ছে। পাশাপাশি বাজারে দাম না থাকায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। ফলে শতশত কাঁদি কলা এখন গরু-ছাগলের খাবারে পরিণত হচ্ছে। এতে চাষি ও ব্যবসায়ী পড়েছেন বড় ধরনের লোকসানে। কৃষক সজীব আহমেদ বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টির ফলে কলাপাছের শেকড় পচে গেছে। যে কারণে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। এ ছাড়া যে পরিমাণ ফসফেট সারের প্রয়োজন, সংকটের কারণে চাষিরা জমিতে তা দিতে পারেনি। চাষি রনি বলেন, সমিতি থেকে টাকা তুলে ৩ বিঘা জমিতে কলা চাষ করেছিলাম। বাগানের কলা সব পেকে যাচ্ছে। কী কারণে এ অবস্থা হচ্ছে বুঝতে পারছি না। এ ব্যাপারে কৃষি অফিস থেকেও কোনো পরামর্শ পাচ্ছি না। একেবারে পথে বসে যেতে হবে। কলা ব্যবসায়ী ডালিম বলেন, ২৫ বিঘা কলা কেনা আছে আমার। গতকাল এক গাড়ি কলা ঢাকায় পাঠিয়েছিলাম, ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। বাকি কলাগুলো কী করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। নতুন করে আর কলা কিনব না। মেহেরপুর কৃষিসম্প্রসরণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা বলেন, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলাগাছে এ সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের সঠিক পরামর্শ নিতে এবং জমির মাটির গুণগত মান যাচাই করে সার ব্যবহারের আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।
শিরোনাম
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
মেহেরপুর
কলায় অজানা রোগ, বিপাকে কৃষক
পরিপক্ব হওয়ার আগেই পেকে ফেটে যাচ্ছে
মাহবুবুল হক পোলেন, মেহেরপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর