ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় গভীর রাতে বসতঘরে আগুন দিয়ে দুই ভাইকে পুড়িয়ে হত্যা মামলার রহস্য অবশেষে দুই বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ। গতকাল ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি জানান, ২০২৩ সালের ৫ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ে মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (৬) মারা যায়। পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর থেকে এজাহারভুক্ত আসামি কামাল হোসেন জনি বিভিন্ন জেলায় ছদ্মনামে পালিয়ে ছিলেন। মঙ্গলবার চট্টগ্রাম থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন হয়।
জনি ওই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, জড়িতদের নাম এবং ঘটনার পরিকল্পনা কীভাবে হয় তা পুলিশকে জানান। ঘটনার চার দিন আগে শহরের একটি বাগানে বসে ওই ঘরে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। ৫ অক্টোবর রাত ১টার দিকে জনিসহ আরও তিনজন মিলে ঘরে আগুন দিয়ে দুটি শিশুকে হত্যা করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত বলে জানিয়েছে পুলিশ।