ফ্রিজে বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য যশোর শহরের এমকে রোডের একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি মোবাইল টিম গতকাল পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ তথ্য জানান।